Description
আহসানুল বায়ান তাফসিরুল কোরআন
বর্ণনা : সম্পূর্ণ কুরআন মাজীদের বিশুদ্ধ তাফসীরের সহজবোধ্য ও মানসম্মত বাংলা অনুবাদ। তাফসীরটি রচনা করেন শাইখ সালাহুদ্দিন ইউসুফ; আর বাংলা অনুবাদের তত্ত্বাবধান ও সম্পাদনা করেছেন আল-মাজমা‘আ দাওয়া সেন্টারের সম্মানিত দা‘ঈ শাইখ আবদুল হামীদ ফাইযী মাদানী সাহেব।উর্দু তাফসীরটি সম্পাদনা করেছেন রাহীকুল মাখতুমের বিশ্বখ্যাত লেখক শাইখ সফিউর রহমান আল-মুবারকপুরীসহ বেশ কয়েকজন আলেম; যা পরবর্তীতে মদীনাস্থ বাদশা ফাহদ কুরআন প্রিন্টিং প্রেস কর্তৃক প্রিন্ট হয়েছে।
তাফসীরটি উর্দু ভাষায় প্রথম ছাপা হয়েছিল সুবিখ্যাত দারুস সালাম লাইব্রেরীর তত্ত্বাবধানে। তাদের কাছ থেকে বঙ্গানুবাদ ও ছাপার অনুমতি নিয়ে বাংলাভাষী সাউদী বিভিন্ন দাওয়া সেন্টারে কর্মরত বেশ কয়েকজন দা‘ঈ অনুবাদ কর্মটি সম্পন্ন করেন। তারা হলেন,
- সফিউর রহমান আর-রিয়াদী, মিরাটস্থ দাওয়া সেন্টারের দা‘ঈ।
- মুহাম্মাদ হাশেম মাদানী, আয-যুলফী দাওয়া সেন্টারের দা‘ঈ।
- মুহাম্মাদ ইসমাঈল মাদানী, রিমাহ দাওয়া সেন্টারের দা‘ঈ ।
- যাকির হোসেন মাদানী, রাবওয়া দাওয়া সেন্টারের দা‘ঈ।
- মুসলেহুদ্দীন বুখারী, হারিমলা দাওয়া সেন্টারের দা‘ঈ।
- শামসুজ্জোহা রহমানী, তামীর দাওয়া সেন্টারের দা‘ঈ।
- হাবীবুর রহমান ফাইযী, আল-মাজমা‘আ দাওয়া সেন্টারের দা‘ঈ।
তাফসীরটি ভারতে দু’বার ও বাংলাদেশে একবার ছাপা হয়েছে এবং ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে।
আহসানুল বায়ান তাফসিরুল কোরআন সুচিপত্র
সূরার নাম | সূরার নাম | সূরার নাম |
ফাতিহা | সুরা যুমার | সুরা মুরসালাত |
বাকারা | সুরা মু’মিন | সুরা নাবা |
ইমরান | সুরা হা-মীম | সুরা নাজিয়াত |
সুরা নিসা | সুরা শূরা | সুরা আ’বাসা |
মায়েদা | সুরা যূখরুফ | সুরা তাকভীর |
আন’য়াম | সুরা দুখান | সুরা ইনফিতার |
আরাফ | সুরা যাসিয়া | সুরা মুতাফফিফীন |
আনফাল | সুরা আহক্বাফ | সুরা ইনশিকাক |
তাওবা | সুরা মুহাম্মাদ | সুরা বুরূজ |
ইউনুস | সুরা ফাতাহ | সুরা তারিক |
হুদ | সুরা হুজুরাত | সুরা আ’লা |
ইউসুফ | সুরা ক্বাফ | সুরা গাশিয়াহ |
রা’দ | সুরা যারিয়া’ত | সুরা ফা’জর |
ইবরাহীম | সুরা তুর | সুরা বা’লাদ |
হিজর | সুরা নাজম | সুরা শামস |
সুরা নাহল | সুরা ক্বামার | সুরা লাইল |
বনী ইসরাঈল | সুরা আর-রহমান | সুরা দুহা |
সুরা কা’হফ | সুরা ওয়াক্বিয়া | আলাম-নাশরাহ |
সুরা মারঈয়াম | সুরা হাদীদ | সুরা তীন |
সুরা ত্বা-হা | সুরা মুজাদালাহ | সুরা আলাক |
সুরা আম্বিয়া | সুরা হাশর | সুরা ক্বদর |
সুরা হাজ্জ্ব | সুরা মুমতাহিনা | সুরা বাইয়্যেনাহ |
সুরা মু’মিনুন | সুরা সফ | সুরা যিলযাল |
সুরা নুর | সুরা জুম’য়া | আদিয়্যাত |
সুরা ফুরকান | সুরা মুনাফিক্বুন | সুরা ক্বারিয়া |
সুরা শু’য়ারা | সুরা তাগাবুন | সুরা তাকাসুর |
সুরা নাম’ল | সুরা তালাক | সুরা আসর |
সুরা কাসাস | সুরা তাহরীম | সুরা হুমাযা |
সুরা আনকাবুত | সুরা মুলক | সুরা ফীল |
সুরা রূম | সুরা কালাম | সুরা কুরাইশ |
সুরা লুকমান | সুরা হাক্বকাহ | সুরা মাউন |
সুরা সাজদা | সুরা মা’য়ারিজ | সুরা কাউসার |
সুরা আহযাব | সুরা নূহ | সুরা কাফিরূন |
সুরা সা’বা | সুরা জ্বীন | সুরা ন’সর |
সুরা ফাতির | সুরা মুযযাম্মিল | সুরা লাহাব |
সুরা ইয়া-সীন | সুরা মুদ্দাসসির | সুরা ইখলাস |
সুরা সাফফাত | সুরা কিয়ামা’ত | সুরা ফালাক |
সুরা সা’দ | সুরা দা’হর | সুরা নাস |
তাফসিরুল কোরআন বই গুলো আপনার প্রয়োজন হলে নিচে Leave a Reply এ গিয়ে Comment করুন । Enter your comment here… এখানে বিস্তারিত লিখুন, তাহলে আমরা আপনাকে বইটি পাঠিয়ে দিব, ইনশাআল্লাহ।
Reviews
There are no reviews yet.